পাথরঘাটায় দিনমজুরকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৩, ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ণ
আহত জাকির বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে
বরগুনার পাথরঘাটা উপজেলায় জাকির খান নামে এক দিনমজুরকে হত্যার চেষ্টায় দুই হাত ও দুই পা কুপিয়ে পিটিয়ে ভেঙ্গে দেয়াসহ চক্ষু উৎপাটনের চেষ্টার ঘটনায় আদালতে মামলা দায়ের হয়।
গত ১১ মার্চ মঙ্গলবার বরগুনা মোকাম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-০৪ আহতের বোন সেলিনা বেগম বাদী হয়ে নামধারী ১২জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলো, ওই এলাকার আঃ গনির ছেলে আলি হোসেন (৩৫),আবু হানিফের ছেলে মোঃ জাকির আকন (৫৫),আঃ মন্ত্রাফের ছেলে মাসুম (৪০),আঃ গনির ছেলে মনির (২৯), মোঃ সাদ্দাম (২৬),মৃতঃ ঝালাই আকনের ছেলে আঃ গনি (৭০),আনছারের ছেলে মোঃ ইয়াছিন (১৯),আঃ মন্নান সরকারের ছেলে আবদুল্লাহ (২৬), ইসমাইল (২৮)।মোঃ ছলেমান মুন্সির ছেলে মোঃ মেহেদী (২২), সহযোগী মোঃ ইয়াছিন (২১) ও এমাদুল । এছাড়া আরো অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়,গত ৭ মার্চ শুক্রবার উপজেলার পূর্ব রুহিতা গ্রামে জমিজমা ও ব্যবসায়িকভাবে পূর্ব শত্রুতার জের ধরে হামলাকারী জাকির আকন ও আলী হোসেন সহ নামধারী ১২ জন আহত জাকিরকে বাসা থেকে তার মায়ের কাছ থেকে ধরে এনে রাস্তায় নিয়ে বেদম মারধর করে। পর্যায়ক্রমে লোকজন ঝরো করে ডাকাত ডাকাত বলে গণহারে পিটিয়ে হত্যার চেষ্টা চালায়।একপর্যায়ে তার দুই চোখ উৎপাটন করার চেষ্টা চালানো হয়। ঘটনাস্থল থেকে আহতকে থানা পুলিশ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে জাকির মুমূর্ষ অবস্থায় বরিশাল মেডিকেলের অর্থোপেডিক্স বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
আহতের পরিবার আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানা প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছেন।