
কালকিনিতে চাঁদা নিয়ে দ্বন্দ্বে , সালিশ মীমাংসায় হামলা ও নির্যাতন আহত- ২, ছবিতে হামলাকারী চার চাঁদাবাজ বিল্লাল, ইয়াসিন, দিগেন ও হাসান।
মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় চাঁদার দাবিতে প্রবাসীর স্ত্রী সহ দুইজনকে নির্যাতন ও হামলা চালিয়ে কানের পর্দা ফাটিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি হামলার পর আহত এর পরিবার চাঁদাবাজদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। গত ১৮ অক্টোবর শনিবার রাত আনুমানিক আটটার দিকে উপজেলার কালকিনি পৌরসভার পাঙ্গাসিয়া গ্রামে ঘটনা ঘটে।
আহতরা হল, ওই এলাকার বাসিন্দা প্রবাসী কালাম মোল্লার স্ত্রী শিল্পী আক্তার এবং জমি বিক্রেতা কামরুল হাসান নান্নার স্ত্রী রুমা আক্তার। বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত শিল্পী জানান, আমি পাঙ্গাসিয়া এলাকার রুমা বেগমের কাছ থেকে ২ শতাংশ জমি ক্রয় করি। গত ২৫ দিন ধরে ওই জমিতে ভবন তৈরি করার কাজ শুরূ করলে
এলাকার, হাবিব হাওলাদারের ছেলে বেল্লাল, ইয়াসিন, তাদের সহযোগী রাহাত আমাদের কাছে মোটা অংকের চাঁদাবাদী করে, পরে বাধ্য হয়ে আমি ২ লাখ টাকা চাঁদা দেই।
পরবর্তীতে এক সপ্তার মাথায় আবার আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি কৃত চাঁদার বিষয় নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা সালিশ মীমাংসায় বসেন। গত শনিবার রাত আটটার দিকে শালীর সমাধানের মধ্যে হঠাৎ আমাকে চাঁদাবাজ চক্রের মূল হোতা বেল্লাল নির্যাতন ও হামলা চালিয়ে কানের পর্দা ফাটিয়ে দেয়।
এ সময় আমার জমি মালিক রুমা আক্তার বাঁচাতে আসলে তার ওপর হামলা চালায় বেল্লাল সহ তাদের সহযোগীরা।
স্থানীয় ও পরিবারের লোকজন আমাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত রুমা জানান, এলাকায় চাঁদাবাজদের অত্যাচার আমরা ঠিকমতো বসবাস করতে পারছি না। বেল্লাল, ইয়াসিন, দিগেন ও হাসান সহ একটি সংবদ্ধ চক্র একত্রিত হয়ে এলাকায় চাঁদাবাজিতে মেতে উঠেছে। চাঁদার দাবিতে প্রবাসীর স্ত্রী শিল্পী কে হামলা চালিয়ে কানের পর্দা ফাটিয়ে দেয়, আমার উপরে নির্যাতন চালিয়েছে বেল্লাল ইয়াসিন হাসান। এর পূর্বে দিগেন চাঁদার দাবিতে আমার ঘর বাড়ি ভাঙচুরো লুটপাট চালায়।
এ বিষয় কালকিনি থানার অফিসার্স ইনচার্জ সোহেল রানা জানান, রাস্তা নিয়ে বিরোধ দ্বন্দ্বে আহত হয়েছে, তবে চাঁদাবাজির কোন সত্যতা এখন পর্যন্ত পাইনি।