
বরিশাল চাঁদার দাবিতে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে পিটিয়ে আহতের অভিযোগ
বরিশাল নগরীতে চাঁদার দাবিতে ড্রেজার ব্যবসায়ী হাসানাত হোসেন কাওসারকে এলোপাথাড়িভাবে পিটিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ১৮ মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে হাসপাতাল রোড সোনালী আইসক্রিমের মোড় সংলগ্ন স্থানে ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারের লোকজন আহত হাসানাত কে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি উত্তর আমানতগঞ্জ এলাকার কাজী আজহার উদ্দিনের ছেলে ও একজন ব্যবসায়ী।
https://youtube.com/shorts/zXo4XksmefI?feature=share
আহত হাসনাত জানান, হাসানাত দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। ছয় মাস পরে বাংলাদেশে আসে। এরপর থেকে ড্রেজার ব্যবসার সাথে যুক্ত হয়। কয়েকদিন পূর্বে এলাকার ড্রেজার ব্যবসায়ী সুজন ও আবেদ হাসানাতের কাছে চাঁদা দাবি করে। চাদা না দিলে ড্রেজার ব্যবসা করতে দেবে ন বলে হুমকি দেয়।
হাসানাত হুমকির প্রতিবাদ করলে সুজন ও আবেদ ক্ষিপ্ত হয়ে যায়। এরই জের ধরে ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে হাসানাতকে হাসপাতাল রোড সোনালী আইসক্রিমের মোড় একা পেয়ে সুজন ও আবেদের নেতৃত্বে তাদের সহযোগী সোহাগ ও পারভেজ সহ দুর্বৃত্ত সন্ত্রাসীরা হাসানাতের উপর অতর্কিত হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাতের কবজিতে জখম ও বাম পায়ের গোড়ালি পিটিয়ে ভেঙ্গে দেয়া হয়।
বর্তমানে হাসানাত মুমূর্ষু অবস্থায় হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।