
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বরগুনায় ব্যবসায়ী সহ ৫ জনকে কুপিয়ে আহত, দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
বরগুনার সদর শাহ পট্টি এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে কীটনাশক ব্যবসায়ী সহ ৫ জনকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা দোকানপাট ভাঙচুর ও লুটপাট চালিয়ে নগদ ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়।
গত সোমবার রাত সাড়ে সাতটার দিকে সততা বীজ ভান্ডারে এ ঘটনা ঘটে।আহতরা হলো, ওই এলাকার কুদ্দুস হাওলাদার এর ছেলে রুবেল হাওলাদার, রুবেলের বড় ভাই আছলাম, ভাগিনা তানিম এবং কোম্পানির স্টাফ আসাদ ও ইব্রাহিম। এদের মধ্যে গুরুতর রুবেলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং অন্যান্যরা বরগুনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়।
আহত রুবেল জানান, গত সোমবার সাড়ে সাতটার দিকে তুচ্ছ ঘটনার জের ধরে রুবেলের সাথে পার্শ্ববর্তী দোকানদার কবিরের দন্ধ হয়। এরই জের ধরে রুবেল কে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করে।কবির ও তাদের সহযোগী সন্ত্রাসী সোহাগ, মিজান, মন্নান, আব্দুল্লাহ সহ ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত সন্ত্রাসী রুবেলকে হত্যার চেষ্টায় এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এ সময় রুবেলের বড় ভাই আসলাম, তানিম এবং, আসাদ, ইব্রাহিম, বাঁচাতে আসলে তাদেরকেও কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন কবিরসহ অন্যান্য সহযোগীরা। হামলার সময় তারা রুবেলদের দোকান ভাঙচুর, লুটপাট চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এদের মধ্যে রুবেলের অবস্থা আশঙ্কাজনক, হামলার আঘাতে রুবেলের মাথা এবং কানে মারাত্মক জখম হয়েছে। তবে অবস্থার অবনতি হলে যে কোন সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।এ ঘটনায় বরগুনা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনের সূত্রে জানা যায়।