• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে চাঁদার দাবিতে তরমুজ ব্যবসায়ী সহ আহত ৪, নগদসহ অর্ধ কোটি টাকা লুটপাট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৫, ১৬:৫৪ অপরাহ্ণ
আমতলীতে চাঁদার দাবিতে তরমুজ ব্যবসায়ী সহ আহত ৪, নগদসহ অর্ধ কোটি টাকা লুটপাট

Oplus_131072

বরগুনার আমতলী উপজেলায় চাঁদার দাবিতে তরমুজ ব্যবসায়ী সহ পরিবারের চারজনকে দুই দফায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। আরেক দফায় নগদ চার লাখ টাকা সহ তাদের দোকান ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার আঠারো গাছিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব সোনাখালী গ্রামে।আহতরা হলো, ওই এলাকার তরমুজ ব্যবসায়ী নিজাম খান, নিজাম খানের স্ত্রী হাসিনা বেগম, নিজামের ভাতিজা ব্যবসায়ী রাকিবুল হাসান ও ভাই খোরশেদ খা। বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

https://youtube.com/shorts/HbgBd0cQysU?si=0gPErxx19Ed9esaD
আহত নিজাম খান জানান, নিজাম খান একজন তরমুজ ব্যবসায়ী, তরমুজ সিজন আসলে এলাকার প্রভাবশালী আওয়ামী লীগের দোসর ইসরাফিল, কাইয়ুম মোল্লা বাদশা মোল্লা আতিক ও শুভ মোল্লা, বশির, সোহাগ, কবির তোফাজ্জল সহ ৪০-৫০ জনের সহ একদল সন্ত্রাসী আমার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। আমি চাঁদার বিষয় প্রতিবাদ করলে আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায়। আমি গত তিনদিন পূর্বে তরমুজ মালিকের কাছ থেকে ৫২ লাখ টাকায় ক্ষেত ক্রয়  করি। ওই টাকা দেওয়ার জন্য ঘটনার দিন ২ এপ্রিল গত বুধবার ৩৮ লাখ টাকা নিয়ে তরমুজ মালিকের কাছে যাই। পথে মধ্যে হঠাৎ আমাকে পথরোধ করে।প্রতিবাদ করলে আমাকে আম চালিয়ে গুরুতর আহত করে, সাথে থাকা স্ত্রী বাঁচাতে আসলে তাকেও পিটিয়ে আহত করে নগদ ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেয়। ইসরাফিল, শুভ সোহাগ সহ একদল দুর্বৃত্ত সন্ত্রাসী।
দ্বিতীয় দফায় আমার ভাই খোরশেদ ও ভাতিজা রাকিবুল তাদের বাড়ির দরজায় তাদের দোকানে পেয়ে দুজনকে পেয়ে হত্যার চেষ্টা কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন ইসরাফিল সহ অন্যান্য সহযোগীরা। এ সময় তারা দোকানে থাকা চার লাখ টাকা ও মালামাল ভাঙচুরও লুটপাট করে নিয়ে যায়।
https://youtube.com/shorts/c2qZzdb-VYA?feature=share
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষ কাইয়ুম মোল্লা ও শুভ বরিশাল মেডিকেল নাটকীয় কায়দায় ভর্তি হয়।এ বিষয়ে আমতলী থানার মামলার অভিযোগ দেয়া হয়েছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
সংবাদটি শেয়ার করুন....