• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় জমি নিয়ে দ্বন্দ্বে স্বামী ও স্ত্রীকে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৫, ০০:৩৪ পূর্বাহ্ণ
বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় জমি নিয়ে দ্বন্দ্বে স্বামী ও স্ত্রীকে হত্যার চেষ্টা

বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় জমি নিয়ে দ্বন্দ্বে স্বামী-স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তারা আহতদের সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। ১৭ই এপ্রিল দুপুর দেড় টার দিকে কাউনিয়া থানাদিন ভাটিখানা জোর মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলো, মোসলেম আলী হাওলাদারের ছেলে খালেদ বিন অহিদ হাসান ও অহিদ হাসানের স্ত্রী মিলা। এদের মধ্যে গুরুতর মিলাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অহিদ প্রাথমিক চিকিৎসা নেয়।

আহত মিলা জানান, দীর্ঘদিন ধরে মিলাদের জমি জমা নিয়ে প্রতিপক্ষ খালেক ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে। একখণ্ড জমি নিয়ে বিজ্ঞ আদালত মামলা চলমান রয়েছে।আদালতের রায় বারবার মিলাদের পক্ষে আসে। এ রায়ের বিরুদ্ধে প্রতিপক্ষরা পাল্টা রিট পিটিশন করেন। কিন্তু কাগজপত্র বৈধ থাকার কারণে প্রতিপক্ষদের কাগজপত্র ভুয়া প্রমাণিত হয। কিন্তু এই রায়কে উপেক্ষা করে প্রতিপক্ষ খালেক খান গং মিলা ও তার পরিবারের উপরে বিভিন্ন ভয়-ভীতি সহ  খুন জখমের হুমকি দেয়। পাশাপাশি জমি দখলেরও চেষ্টা চালায়।

ঘটনার দিন দুপুর দেড়টার দিকে জমি নিয়ে দ্বন্দ্বে খালেক গং দের সাথে মিলা ও তার স্বামী ওহিদদের বিরোধ হয়। এরই জের ধরে একপর্যায়ে খালেকের ছেলে মন্টির, ছেলে শাহীন মেয়ে আয়েশা, তাদের সহযোগী মারুফ, জনি, মরিয়ম, শারমিন, মুকুল বেগম, সহ অজ্ঞাত নামা একদল সহযোগী পরিকল্পিতভাবে খালেদ বিন ওয়াহিদ হাসান এর ওপর হত্যার চেষ্টা অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে স্ত্রী মিলা আসলে তাকে শ্লীলতাহানি সহ তাকে বেদম মারধর করা হয় । স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে মিলাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। মিলা আরো জানান, প্রতিপক্ষরা চিহ্নিত ভূমিদস্য ও সন্ত্রাসী। এরা কাউকে পরোয়া করে না এবং আইনের নিয়ম কানুন মানে না। এদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষও অতিষ্ট হয়ে আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন....