বরিশাল নগরীর কেডিসি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত ৯ টার দিকে কেডিসির মধ্যে এ ঘটনা ঘটে।আহতরা হলো, আবুল খায়েরের স্ত্রী পারুল বেগম, পারুলের বোন সুরাইয়া, পারুলের অপর বোন হোসনেয়ারা, হোসনেয়ারার ছেলে মানিক মাতব্বর,এদের মধ্যে গুরুতর পারুল সুরাইয়া ও মানিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নেয়।
আহত পারুল বেগম জানান, দীর্ঘদিন ধরে পারুল বেগম ও তার পরিবারদের সাথে প্রতিপক্ষ আবু ফরাজীর মেয়ে আসমা ও তার পরিবারদের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে। ঘটনার দিন শুক্রবার রাত টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে আমার বোন হোসনেয়ারা ও তার ছেলে মানিকের সাথে আসমার স্বামী মিঠুর দ্বন্দ্ব হয়। এরই জের ধরে একপর্যায়ে আসমা, মিঠু, টিটু, বাবুল, নাজমা, আলামিন সহ কয়েকজন পরিকল্পিতভাবে হোসনেয়ারা ও মানিকের উপর হামলা চালায়। তাদেরকে বাঁচাতে পারুল বেগম সুরাইয়া বাঁচাতে আসলে তাদেরকে কুপিয়ে পিটিয়ে আহত করেন মিঠু সহ অন্যান্য সহযোগীরা।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান জানান, মারামারির ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।