• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক ও তার স্ত্রীকে হত্যার চেষ্টায় হামলা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২০, ২০২৫, ১৯:৩৪ অপরাহ্ণ
শিক্ষক ও তার স্ত্রীকে হত্যার চেষ্টায় হামলা 

oplus_32

শিক্ষক ও তার স্ত্রীকে হত্যার চেষ্টায় হামলা 

বরিশাল আগৈলঝাড়া থানার পয়সারহাট এলাকায় স্কুল শিক্ষক শাহিন শিকদার ও তার স্ত্রীকে হত্যার চেষ্টায় পিটিয়ে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে বড় ভাইয়ের স্ত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে।এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।গত ১৯ জুন বিকেল সাড়ে পাঁচটার দিকে পশ্চিম পয়সারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত শাহীন শিকদার পশ্চিম পয়সারহাট গ্রামের মৃত জয়নাল শিকদারের ছেলে ও কোটালীপাড়া নেসারুদ্দিন তালুকদার স্কুল এন্ড কলেজের সহকারী শক্ষক এবং শাহিনের স্ত্রী ফাতেমা খানম।স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে গৈলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শাহীন শিকদারকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের অর্থোপেডিক্স সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

 

আহত শাহীন শিকদার জানান, দীর্ঘদিন ধরে আমার বড় ভাই আলামিন শিকদার ও তার পরিবারদের সাথে পারিবারিকভাবে বিরোধ চলে আসছে।এরই ধারাবাহিকতায় ভাইয়ের স্ত্রী লিমা বেগম আমার স্ত্রী ও পরিবারকে প্রায় সময় অশালীন আচরণ করে। 

এমনকি তারা তুচ্ছ বিষয় নিয়ে বিভিন্ন ভয়-ভীতি সহ প্রান নাশের ও হুমকি দেয়া হয়। আমাদের পরিবারকে কোনভাবে সহ্য করতে পারছে না।ঘটনার দিন বৃহস্পতিবার সকাল থেকে আমার স্ত্রী ফাতেমা খানমকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে। এমন কি আমার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন মানুষের কাছে মিথ্যা অপবাদ দিয়ে মানহানির রটায়। বিষয়টা নিয়ে স্বামী শাহীন সিকদার প্রতিবাদ করায় বড় ভাইয়ের স্ত্রীর লিমা আরো ক্ষিপ্ত হয়ে যায়। এ ঘটনা কে কেন্দ্র করে ভাইয়ের স্ত্রী লিমা বেগম ও লিমার ছোট ভাই ইব্রাহিম শেখ সহ বহিরাগত লোকজন নিয়ে শাহিন শিকদারের বাসায় হামলা চালায়। বাসায় থাকা শাহিন শিকদারের স্ত্রী ফাতেমা খানকে একা পেয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে শ্লীলতাহানি ঘটায়। এ সময় ফাতেমা খানমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। সংবাদ পেয়ে শাহীন শিকদার তার স্ত্রী ফাতেমা খানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পয়সারহাট বাস স্ট্যান্ড নামক স্থানে তাকে পথরোধ করে। একপর্যায়ে শাহীন শিকদারের ওপর হত্যার চেষ্টা হকিস্টিক দিয়ে পিটিয়ে বাম হাত ভেঙ্গে দিয়ে গুরুতর জখম করেন প্রতিপক্ষ ইব্রাহিম শেখ, লিমা বেগমসহ অজ্ঞাতনামা ২-৩ জন দুর্বৃত্ত সন্ত্রাসী। স্থানীয়রা আহত শাহিন শিকদারকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে গৈলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনীত হলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। 

আগৈলঝাড়া থানার অফিসার্স ইনচার্জ অলিউল ইসলাম জানান, হামলার বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....