• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৩০, ২০২৫, ১৯:২৩ অপরাহ্ণ
পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগ

বরগুনার তালতলী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসীর স্ত্রীকে হত্যার চেষ্টায় পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তারা ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। গত ২৯ জুন রবিবার বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে হরিণখোলা চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতের নাম মাহিনুর বেগম। সে ওই এলাকার প্রবাসী আল আমিন মুন্সির স্ত্রী। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের চিকিৎসাধীন রয়েছে। 

 

 

আহতের স্বামী প্রবাসী আল-আমিন মুঠোফোনে জানান, দীর্ঘদিন ধরে প্রবাসী আলামিনের পরিবারদের সাথে প্রতিবেশী চাচাতো ভাই আবু সালেম মুন্সী ও তার পরিবারের জমি জমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। প্রতিপক্ষরা প্রবাসী আলামিনের বাবা মৃত ইদ্রিস মুন্সির কাছ থেকে জোরপূর্বক কিছু জমি লিখে নেয়। এছাড়া আল আমিন প্রবাসে থাকার সুযোগে প্রায় সময় বাড়ির বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা সৃষ্টি করে। বাড়ির চলাচলের পথ হাঁটতে বাধা বিঘ্ন ঘটায়। টিউবওয়েল ব্যবহার করতে দিচ্ছে না। দফায় দফায় তুচ্ছ তাচ্ছিল্য বিষয় তৈরি করে আলামীনের স্ত্রী মাহিনুর কে বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি দেয়। এদের অত্যাচার প্রবাসীর স্ত্রী মাহিনুর ও তার পরিবার অসহায় পড়ছে। ঘটনার দিন তুচ্ছ বিষয় নিয়ে প্রতিপক্ষ আবু সালেহ মুন্সী ও তার স্ত্রী আছিয়া বেগম, সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা মাহিনুরকে এলোপাতারি ভাবে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন....