
বরিশাল আদালতে সাবেক সেনা সদস্যের উপর হামলা, হাসপাতালে ভর্তি
বরিশাল আদালতের বারান্দায় মামলা তুলে নিতে বাঁধিকে বেদম মারধর করে হত্যা চেষ্টা অভিযোগ পাওয়া গেছে আসামি ও তার সহযোগীদের বিরুদ্ধে।
গত বুধবার দুপুর দুইটার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কক্ষের সামনে এ ঘটনা ঘটে।
কোট পুলিশ লিটন ও মনিরুল আহত বাদী শহিদুল ইসলামকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
শহীদুল ইসলাম মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়ন ৮ নং ওয়ার্ড গাগুরিয়া গ্রামের মৃত আব্দুর রব তালুকদারের ছেলে।
আহত শহিদুল ইসলাম জানান, শহীদুল ইসলামকে ২০২০ সালের ৩১ জানুয়ারিতে জমি জমা বিরোধের জের ধরে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ বাবুল বয়াতি সোহেল বয়াতি এবং স্বপন বয়াতি গংরা।
ওই ঘটনায় থানায় মামলা দায়ের হয়। বর্তমানে ওই মামলা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতে বিচারাধীন রয়েছে।গতকাল বুধবার ২ জুলাই ওই মামলার সাক্ষী শুনানিতে ছিল।
বাদী আদালতে আসলে বিচারকের এজলাসের সামনে হঠাৎ আসামি বাবুল বয়াতি, স্বপন বয়াতি, রাজিব ,মামুন তালুকদার, বেল্লাল, জাহাঙ্গীর, বাবু, সাগর বয়াতি, বাদী শহিদুল ইসলা কে হত্যার চেষ্টার হামলা চালায়। এমনকি তার অন্ডকোষে বেদম আঘাত করে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।