• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাক্ষী দেয়া কে কেন্দ্র করে সংঘর্ষে আহত- ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৫, ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ণ
সাক্ষী দেয়া কে কেন্দ্র করে সংঘর্ষে আহত- ৫

ঝালকাঠির নলছিটি উপজেলায়  সাক্ষী দেয়াকে কেন্দ্র করে একই পরিবারের পাঁচজনকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়ে নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয়।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মগর ইউনিয়নের রায়াপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার মৃত আব্দুস সাত্তার হাওলাদার এর ছেলে আল আমিন, আলামিনের ভাই মনির, তার স্ত্রী খাদিজা বেগম, ভাতিজা আরাফাত, এবং ফাহিম।
এদের মধ্যে গুরুতর অবস্থায় আলামিন ও মনির কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নেয়।
আহত মনির জানান, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে মনির ও তার পরিবারদের সাথে প্রতিবেশী বুরজুক মিয়া ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে।
জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধের ঘটনায় আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে ।
ওই মামলায় গত বৃহস্পতিবার সাক্ষী দেয়াক কেন্দ্র করে প্রতিপক্ষ বূরজুক সহ তাদের সহযোগীরা ক্ষিপ্ত হয়ে যায়।
এরই জের ধরে ঘটনার দিন রাত ৯ টার দিকে বুরজুক ও তার ভাতিজা নোবেল, তাদের সহযোগী আবির, সেন্টু, মিন্টু, রাশিদা, নুপুর, আকলিমা, আবির, নার্গিস, সুমনা, রুবেল, রাফি, খলিল, সহ ১০-১২ জন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা  মনিরের ভাই আলামীনের উপরে হামলা চালায় , এ সময় মনির, খাদিজা, আরাফাত, ফাহিম বাঁচাতে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করেন বুরজুগ সহ অন্যান্য সহযোগীরা।
মনির আরো জানান, আমাদের ঘর ভাঙচুর ভাঙচুর করে, মাটি কেটেও নিয়ে যায়।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষদের মধ্যে আকলিমা, নুপুর, তন্নী, রাশিদা, বরিশাল মেডিকেলের নাটকীয় কায়দায় ভর্তি হয়।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
সংবাদটি শেয়ার করুন....