• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

তালতলীতে প্রবাসী নারীকে হত্যার চেষ্টায় হামলার ঘটনায় মামলা দায়ের 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৮, ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ণ
তালতলীতে প্রবাসী নারীকে হত্যার চেষ্টায় হামলার ঘটনায় মামলা দায়ের 

তালতলীতে প্রবাসী নারীকে হত্যার চেষ্টায় হামলার ঘটনায় মামলা দায়ের 

 

বরগুনার তালতলী উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রবাসী নারীকে হত্যার চেষ্টায় হামলার ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। গত ২ জুলাই বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বড় বগি ইউনিয়নের বড় ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত প্রবাসীর নাম নাসিমা বেগম, সে ওই এলাকার সোহরাব হোসেনের স্ত্রী। হামলার  পর ফের পরের দিন বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে প্রতিপক্ষরা প্রবাসীর বাসার সামনে গিয়ে ঘর বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়।

পৃথক পৃথক দুটি ঘটনায় আহত প্রবাসী নারী নাসিমা বেগম বাদী হয়ে আমতলী উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ মামলা দায়ের করেন। 

মামলার আসামিরা হলো, কুলসুমের স্বামী মাসুদ কাজী ওরফে সজল কাজী, কুলসুম , বিউটি রুহুল আমিন খাঁ, আজিজুল খা, বাবুল শিকদার সহ পাঁচ ছয় জন।

মামলার বিবরণ ও বাদী সূত্রে জানা যায়, নাসিমা বেগম দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। যে সুযোগে জমি ক্রয় করে দেয়ার কথা বলে প্রতিপক্ষ কড়ইবাড়িয়ার সুলতান খানের ছেলে ভাইজি জামাই নিজাম খান পাঁচ লাখ টাকা নেয়।কিন্তু জমি কিনে না দিয়ে উল্টো ওই জমি তাদের নামে রেজিস্ট্রি করে। বিষয়টি নিয়ে ভাইজি সালমার সাথে আলাপ করা হলে সালমা টাকা দেয়ার জন্য সময় চেয়ে এলাকা থেকে পালিয়ে যায়।

দুই মাস পরে প্রবাসী নারী নাসিমা ঢাকা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর লোক দিয়ে নিজাম ও সালমা কে হাতেনাতে ধরা হয়। পরে বাধ্য হয়ে তারা টাকা নেওয়ার প্রমাণাদি স্বরূপ পাঁচ লাখ টাকার স্ট্যামে লিখিত দলিল দেয়।ঘটনার দিন গত বুধবার প্রতিপক্ষ নিজামের শ্যালিকা তালতলী শাখা ব্র্যাক ব্যাংকের ক্যাশয়ার কুলসুমের কাছে পাওনা টাকার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে যায়। 

আর এটাকে কেন্দ্র করে গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কুলসুম ও তার স্বামী মাসুদ তাদের সহযোগী বিউটি, রুহুল আমিন, আজিজুল, বাবুল, সহ অজ্ঞাত নামা পাঁচ ছয় জন সহযোগী পরিকল্পিতভাবে প্রবাসী নাসিমার বাসায় এসে অতর্কিত হামলা চালায়। এ সময় নাসিমাকে হত্যার চেষ্টায় পিটিয়ে মাথায় আঘাত করে ঘরে থাকা স্বর্ণালংকার নগদ টাকা ছিনিয়ে নেয়। 

স্থানীয় পরিবারের লোকজন আহত নারী নাসিমাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হলে সেখান থেকে তাৎক্ষণিক তাকে পটুয়াখালী সদর হাসপাতালে রেফার করে। আহত নাসিমার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

আহতের পরিবার হামলাকারীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। 

 

সংবাদটি শেয়ার করুন....