
বাবুগঞ্জের অভ্যন্তরীণ কোন্দলের জের,কৃষক দল নেতার ভেঙ্গে দিল হাত
বরিশাল বাবুগঞ্জ উপজেলার ভুতেরদয়া গ্রামে কৃষকদলের সাধারণ সম্পাদক কে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে
গত ১২ জুলাই সকাল দশটার ২ নং কেদারপুর ইউনিয়নের ভূতের দিয়া বটতলা সংলগ্ন শহীদের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবারের লোকজন আহত কৃষক দল নেতা মিজানুর রহমানকে উদ্ধার করে বাহেরচর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হামলার আঘাতে মিজানুর রহমানের ডান হাতের জয়েন্ট ভেঙ্গে যায়। বাম হাত সহ শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত জখম হয়।
আহত মিজানুর রহমান জানান, বাবুগঞ্জে বিএনপি’র কাউন্সিল হওয়াকে কেন্দ্র করে আমি কামাল গ্রুপের মিরাজ, ইব্রাহিম, রাজন, শিকদার, ছাত্রদল নেতা আরাফাত, শাহাদাত সহ অজ্ঞাতনামা কয়েকজন পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে হত্যার চেষ্টায় হামলা চালায়।
মিজানুর রহমান আরো জানান, মিজানুর রহমান একজন জুলাই যোদ্ধা। ৫ ই আগস্ট এর সময় স্বৈরাচার আওয়ামী লীগের হাতে ব্যাপক নির্যাতন হয়। বর্তমানে যারা কিছু বিএনপির হাইব্রিড লোকজন দলীয় কাউন্সিলর ঢোকার জন্য জোর তদবির চালায়। ইতিপূর্বে ও তারা আওয়ামী লীগের দোসর ছিল।
কৃষকদল নেতা মিজানুর রহমান এসব বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার উপরে ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।
এ ঘটনায় বাবুগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।