• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মুলাদীতে পূর্ব শত্রুতার জেরে সহোদরকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২০, ২০২৫, ১৮:১২ অপরাহ্ণ
মুলাদীতে পূর্ব শত্রুতার জেরে সহোদরকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

বরিশাল মুলাদী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে সহোদরকে হত্যার চেষ্টা কুপিয়ে আঙ্গুল কর্তন সহ রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে রাশেদ সহ দুর্বৃত্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে।গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সফিপুর ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

 আহতরা হলো চর কালেখা ইউনিয়নের উত্তর কায়েত মালা গ্রামের ওহাব মোল্লার ছেলে সোহাগ মোল্লা ও সোহাগের ভাই সোহান মোল্লা। বর্তমানে তারা গুরুতর অবস্থা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

ধারালো অস্ত্রের আঘাতে সোহাগ মোল্লার বাম হাতের মধ্য আঙ্গুল কর্তন হয়েছে তাছাড়া সোহাগের কপালে ও মাজায় ধারালো অস্ত্রের মারাত্মক যখন হয় এবং ছোট ভাই সোহান মোল্লার বাম হাতের কব্জিতে ধারালো রাষ্ট্রের কপে হারকাটা জখম হয়।তবে অবস্থার অবনতি হলে যে কোন সময় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আহত সোহাগ মোল্লা জানান, দীর্ঘদিন ধরে সোহাগ মোল্লা ও তার পরিবারদের সাথে প্রতিপক্ষ হারুন চৌকিদারের ছেলে রাশেদ ও তার পরিবারদের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে। ঘটনার দিন শুক্রবার সোহাগ মোল্লার ক্ষেতের ধানের জ্বালা নষ্ট করে প্রতিপক্ষ রাশেদের পালিত ছাগল। বিষয়টি নিয়ে প্রতিবাদ করা হলে ঘটনার দিন বিকেল চারটার সোহাগ মোল্লার সাথে রাশেদ গন্ধের দ্বন্দ্ব হয়। এক পর্যায় সোহাগ মোল্লা মুলাদী থানার পুলিশ সহ ঘটনাস্থলে আসেন। পুলিশের সামনে প্রকাশ্যে প্রতিপক্ষ রাশেদ এবং তার ভাই এরশাদ, সাঈদ হাওলাদার, জাহাঙ্গীর সরদার, সহ ৭/৮ জন দুর্বৃত্ত সন্ত্রাসী পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে সোহাগ মোল্লাকে হত্যার চেষ্টায় এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করেন।এ সময় সোহাগের ভাই সোহান বাঁচাতে আসলে তাকেও কুপিয়ে রক্তাক্ত করেন রাশেদ সহ অন্যান্য সহযোগীরা। স্থানীয় পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। 

 

এই ঘটনায় মুলাদী থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন....