পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্য মনি গ্রামে জামিনে বের হয়ে বাদী পারুলের ভাই কামালকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে আসামি ও তার সহযোগীদের বিরুদ্ধে।
গত মঙ্গলবার রাত ৭ টর দিকে উপজেলার সূর্যমনি ৭ নং ওয়ার্ড পশ্চিম রামনগরের কনকদিয়া বাজার মনিরের ফার্মেসি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
আহত কামাল ওই এলাকার রশিদ হাওলাদারের ছেলে। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতের পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে কামালের ভাই আবুল হোসেনকে পূর্ব শত্রুতার জের ধরে মৃত আলাউদ্দিনের ছেলে ডালিম ও তার পরিবারের সহযোগীরা কুপিয়ে জখম করে। ওই ঘটনায় মামলা দায়ের হয়।
মামলার নামধারী আসামি ডালিম আদালত থেকে জামিনে বের হয়।
ঘটনার দিন গত মঙ্গলবার সাতটার দিকে জামিন পেয়ে ডালিম ও তার সহযোগী বাদল, হৃদয়, সোহেল, পারভেজ, শহিদুল, জাহিদ, আরিফ, শহীদ, হোসেন, রাকিব, ডালিয়া সহ ১৫/২০ জন সহযোগী বাদীর ভাই কামালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন।
বর্তমানে কামাল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।