• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কাশীপুরে গোপনে বিয়ে ও যৌতুক নিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব,আহত -৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫, ২২:৪২ অপরাহ্ণ
কাশীপুরে গোপনে বিয়ে ও যৌতুক নিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব,আহত -৩

কাশীপুরে গোপনে বিয়ে ও যৌতুক নিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব,আহত -৩

গোপনে বিয়ে ও যৌতুক নিয়ে দ্বন্দ্বের জের ধরে স্ত্রী মুন্নি কে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা সহ অমানুষিক নির্যাতনের করার অভিযোগ পাওয়া গেছে স্বামী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় মুন্নিকে বাঁচাতে গেলে তার দুই ভাইকে ও হামলা চালিয়ে আহত করা হয়।গত ২৭ জুলাই রবিবার সকাল দশটার দিকে বরিশাল বিমানবন্দর থানাধীন কাশীপুরের বিল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার উপ পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গোপনে বিয়ে করার বিষয় নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে হাতাহাতি হয়।আমি ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। তবে এটা পারিবারিক বিরোধ।

 

আহত স্ত্রী মুন্নি জানান, ২০২৩ সালের ২৩ ডিসেম্বর মুন্নির সাথে একই এলাকার মৃত আয়নাল গাজীর ছেলে জাকির হোসেন গাজীর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পূর্ব স্বামী জাকিরের দুইটি বিবাহ ছিল। তা তালাক ও হয়ে যায়। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে স্ত্রী মুন্নিকে অমানুষিক নির্যাতন শুরু করে স্বামী জাকির। এভাবে যৌতুক না দেয়াকে কেন্দ্র করে দফায় দফায় নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়া হয়। স্ত্রী মুন্নি দাম্পত্য জীবনের সুখের কথা চিন্তা করে মুখ বুজে সহ্য করে আসলে ও স্বামী জাকির তা উল্টা স্ত্রীকে তালাকের হুমকিও দেয়। এছাড়া জাকির বিভিন্ন পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি ধীরে ধীরে স্ত্রী মুন্নির কাছে পরকীয়ার প্রমাণস্বরূপ কিছু তথ্য পেলে স্বামীকে শোধরানোর জন্য সুযোগ দেওয়া হয়।
গত দুই মাস পূর্বে জাকির উধাও হয়ে যায়। স্ত্রী মুন্নি স্বামীকে খুঁজে না পেয়ে বিমানবন্দর থানায় একটি অভিযোগ করেন। থানা পুলিশ জাকিরের মোবাইল ফোন ট্রাকিং এর মাধ্যমে জানতে পারেন তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় রয়েছে। মুন্নি যাত্রাবাড়ী থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেন।
গত ৬ দিন পূর্বে গভীর রাতে জাকির হঠাৎ মুন্নির মোবাইলে কল দেয়। তিনি বলেন বাড়িতে এক শর্তে আসতে পারি, যদি আমাকে দুই লাখ টাকা যৌতুক দাও। স্ত্রী মুন্নি টাকা দেয়ার কথা বলে স্বীকার করলে জাকির বাড়িতে আসে। আসার পথে জাকিরের পায়ে এক্সিডেন্টাল ইনজুরিও হয়।
স্ত্রী মুন্নি স্বামী জাকিরের জামাকাপড় পরিষ্কার করতে গিয়ে ব্যাগের মধ্যে একটি বিয়ের কাবিননামা পায়। কাবিননামা দেখে জানতে পারেন গত ২৯ জুন জাকির কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ছয় নং ওয়ার্ড শরীফপুর গ্রামের মৃত মমতাজ মিয়ার মেয়ে মনোয়ার আক্তারকে বিয়ে করে।বিয়ের বিষয়টি হাতেনাতে প্রমাণ পেলে মুন্নি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এছাড়া জাকিরের অসুস্থর কথা চিন্তা করে তাকে বরিশাল নগরীর একটি চেম্বারে নিয়ে প্রাইভেট ভাবে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা শেষে স্বামী জাকির কে মুন্নি তার বাবার বাড়িতে নিয়ে আসে তার সেবা করেন। এদিকে গোপনে বিয়ের বিষয়টি স্ত্রী জানতে চাইলে স্বামী জাকিরের সাথে বিরোধ হয়। একপর্যায়ে জাকিরের প্রথম পক্ষের স্ত্রীর দুই মেয়েসহ তাদের পরিবারের লোকজন মুন্নিদের বাসায় এসে বিষয়টি নিয়ে আলোচনা করেন।আলোচনার মধ্যে একপর্যায়ে জাকির ও তার লোকজন অতর্কিতভাবে স্ত্রী মুন্নিকে হামলা চালায়। তাকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা চালায়। এ সময় মুন্নির ভাই সুমন ও সুজন বাঁচাতে আসলে তাদের উপর হামলা চালায় জাকির সহ তার অন্যান্য ভাড়াটিয়া সন্ত্রাসীরা।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে উল্টা ট্রিফল নাইনে ফোন দিয়ে পুলিশ এনে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করেন।
এদিকে অভিযুক্ত জাকির জানান, জাকিরকে বাসায় আটকিয়ে মারধর করা হয়েছে।
মুন্নির ভাই লিটন সিকদার জানান, আমি ঘটনার সময় বাসায় ছিলাম না, কিন্তু আমার বোনও দুই ভাইকে আমার ভগ্নিপতি সহ তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। কিন্তু উল্টো তারা আমাকে দায়ী করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে।
মুন্নির স্বামী জাকির এর পূর্বে বিমানবন্দর থানার শিল্পী এবং বরিশাল নগরীর রাবেয়া নামে এক নারীকে বিয়ে করেছে বলে মুন্নি অভিযোগ করেন।
এ বিষয় বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা। এক পক্ষ আরেক পক্ষকে বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করেছে
সংবাদটি শেয়ার করুন....