• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইন্টারফেইথ কেয়ার সোসাইটির উদ্যোগে বিনামূল্যে রিক্সা ও ভ্যান বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫, ১৮:৫৬ অপরাহ্ণ
ইন্টারফেইথ কেয়ার সোসাইটির উদ্যোগে বিনামূল্যে রিক্সা ও ভ্যান বিতরণ অনুষ্ঠিত

ইন্টারফেইথ কেয়ার সোসাইটির উদ্যোগে বিনামূল্যে রিক্সা ও ভ্যান বিতরণ অনুষ্ঠিত

 

বরিশাল ইন্টারফেইথ কেয়ার সোসাইটি (আইসিএস) উদ্যেগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে হতদরিদ্র ১১ জন পরিবারের মধ্যে রিক্সা ও ভ্যান বিতরণ করেছে। 

২৯ জুলাই মঙ্গলবার বিকেল চারটার দিকে বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জাবির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা ইসমত আরা খানম।

ইন্টারফেইথ কেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক রেক্সোনা হক লুনা জানান, আর্থ সামাজিক উন্নতির মাধ্যমে আমরা সাধারণত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। ইন্টারফেইথ কেয়ার সোসাইটি সব সময় স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের জন্য এই ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে।

সংবাদটি শেয়ার করুন....