গত ২৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার করইবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড গেন্ডা মারা গ্রামে ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারের লোকজন আহত শানু তালুকদার কে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন । সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
শানু ওই এলাকার মৃত সোবহান মাস্টারের ছেলে।
https://youtube.com/shorts/eMooKmvwM4s?si=sUQmNE3Na_z0sCNd
আহতের স্ত্রী নাজমা বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ ফিরোজ ও তার ছেলে আরিফ, স্ত্রী মজিতন, বোন খাদিজা, ও লিলি সহ অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত সন্ত্রাসী পরিকল্পিতভাবে শানুকে হত্যার চেষ্টায় কুড়াল ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। হামলার আঘাতে শানুর মাথা ও বুকে মারাত্মক জখম হয়েছে। হামলার ডাক চিৎকারে শানুর ছেলে নাজমুল হাসান বাঁচাতে আসলে তাকেও পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় ফিরোজ সহ অন্যান্য সহযোগীরা।
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।