ঝালকাঠির সদর কাঠালিয়া উপজেলায় গাছ কাটাকে কেন্দ্র করে মিলন হাওলাদার নামে এক ব্যক্তিকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত ২ আগস্ট বিকাল তিনটার দিকে উপজেলার কাঠালিয়া গ্রাম হাই স্কুলের পিছনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারের লোকজন আহত কে উদ্ধার করে তাৎক্ষণিক কাঠালিয়া উপজেলা আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মিলন হাওলাদার ওই এলাকার মৃত আনসার আলী হাওলাদার এর ছেলে ও একজন দিনমজুর।
আহতের বোন রোজিনা জানান, দীর্ঘদিন ধরে আমার ভাই মিলন ও তার পরিবারদের সাথে প্রতিপক্ষ চাচা আবু হাওলাদার ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে।
ঘটনার দিন গাছ কাটা কে কেন্দ্র করে আবু হাওলাদার এর ছেলে আরাফাত, মিরাজ সহ ১০-১২ জন দুর্বৃত্ত সন্ত্রাসী পরিকল্পিতভাবে মিলনকে হত্যার চেষ্টা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন।
এই ঘটনায় মামলার পরিস্থিতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।