• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫, ১৮:২৩ অপরাহ্ণ
বাবুগঞ্জে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ হাসপাতালে

বাবুগঞ্জে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ হাসপাতালে

 

বাবুগঞ্জ উপজেলার ভুতেরদিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে মাহফুজা নামে এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। 

গত পহেলা আগস্ট শুক্রবার সকাল ৯ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

আহত মাহফুজা বেগম সে ওই এলাকার মহিউদ্দিনের স্ত্রী। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

আহত সূত্রে জানা যায়, দীর্ঘ ১৯ বছর পূর্বে একই উপজেলার মজিবরের মেয়ে মাহফুজার সাথে ভূতের দিয়া গ্রামের সেকান্দার আলীর ছেলে মহিউদ্দিনের সাথে বিয়ে হয়। 

বিয়ের কিছুদিন পর থেকে স্বামী মহিউদ্দিন তার স্ত্রীর উপরে পারিবারিক বিষয় নিয়ে নির্যাতন করে আসছে। মাহফুজা দাম্পত্য জীবনে দুই মেয়ে এক সন্তান রয়েছে। সংসারের সুখের কথা চিন্তা করে বারবার স্বামীর নির্যাতন সহ্য করে আসছেন মাহফুজা।

ঘটনার দিন গত পহেলা শুক্রবার সকাল আটটার দিকে স্বামী মহিউদ্দিন পারিবারিক কলহের জেরে স্ত্রী মাফুজাকে হত্যার চেষ্টায় অমানুষিক নির্যাতন চালিয়ে আহত করেন। 

মাহফুজা জানান, আমার স্বামী যদি ঠিক না হয় তাহলে সে আইনানুগ ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন....