• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের দুধলে তুচ্ছ ঘটনায় এক নারীকে পিটিয়ে রক্তাক্তের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫, ১৪:৪৭ অপরাহ্ণ
বাকেরগঞ্জের দুধলে তুচ্ছ ঘটনায় এক নারীকে পিটিয়ে রক্তাক্তের অভিযোগ

বাকেরগঞ্জের দুধলে তুচ্ছ ঘটনায় এক নারীকে পিটিয়ে রক্তাক্তের অভিযোগ

বাকেরগঞ্জ উপজেলার ৪ নং দুধাল ইউনিয়নে তুচ্ছ ঘটনার জের ধরে জেসমিন নামে এক নারীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৫ আগস্ট সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। 

আহত নারী কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জেসমিন ঐ এলাকার দিনমজুর জসিম শিকদারের স্ত্রী। 

আহত স্বামী জসিম জানান, দীর্ঘদিন ধরে জসিম ও তার পরিবারদের সাথে প্রতিবেশী সেলিম সিকদার ও তার পরিবারদের জমি জমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। 

ঘটনার দিন সোমবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেলিমের স্ত্রী মাহিনুর, মেয়ে মিম, সুচি, ছেলে মঞ্জু অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতরভাবে রক্তাক্ত জখম করেন।

এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন....