• ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

তালতলীতে জমি নিয়ে বড় ভাই ও তার পরিবারের তিনজনকে কুপিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫, ২০:৩৮ অপরাহ্ণ
তালতলীতে জমি নিয়ে বড় ভাই ও তার পরিবারের তিনজনকে কুপিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা অভিযোগ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

তালতলীতে জমি নিয়ে বড় ভাই ও তার পরিবারের তিনজনকে কুপিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা অভিযোগ

বরগুনার তালতলী উপজেলার মিনিপাড়া গ্রামে জমি জমা বিরোধের জের ধরে স্বামী- স্ত্রী সহ পরিবারের তিনজনকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ২৯ আগস্ট শুক্রবার রাত আনুমানিক দশটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

আহতরা হলো, ওই এলাকার মৃত মকবুল আলী খানের ছেলে শাহিন খান এবং শাহীন খানের স্ত্রী হামিদা বেগম ও ছেলে রহিম খান। বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

আহত হামিদা জানান, দীর্ঘদিন ধরে হামিদা ও তার পরিবারদের সাথে জমি জমা নিয়ে প্রতিবেশী হামিদার দেবর সিদ্দিক খান ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে। স্বামী শাহিন খানের পৈত্রিক ওয়ারিশ জমি জোরপূর্বক জবর দখল করার চেষ্টা চালায় দেবর সিদ্দিক ও তার পরিবারের সহযোগীরা।

বিষয়টি নিয়ে দ্বন্দ্ব হলে ঘটনার দিন শুক্রবার রাত দশটায় দিকে শাহিন খানের ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে সিদ্দিক, ওসমান, খাইরুল ,ইউনুস, খাদিজা, আমেনা, সাদিয়া, সুমাইয়া, সহ অজ্ঞাতনামা দুর্বৃত্ত সন্ত্রাসীরা। একপর্যায়ে শাহিন খান ও তার পরিবারকে হত্যার চেষ্টায় হামলা চালায়, ধারালো অস্ত্রের কোপে আহত হয় শাহীন ও তার স্ত্রী হামিদা, ছেলে রহিম খান। 

আহতদের ডাক চিৎকারে স্থানীয়-পার্শ্ববর্তী লোকজন এবং তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানে আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মুমূর্ষ অবস্থায় তাদেরকে বরিশাল মেডিকেলের রেফার করেন। এদের মধ্যে শাহিন ও হামিদার অবস্থা আশঙ্কাজনক।

 এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

 

সংবাদটি শেয়ার করুন....