
বরিশাল নগরীর স্টুডিয়াম কলোনিতে এক নারীকে হত্যার চেষ্টায় হামলার অভিযোগ
বরিশাল নগরীর ১১ নং ওয়ার্ড চাঁদমারি এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে রাবেয়া নামে এক নারীকে ড্রেনের ভিতরে ফেলে ও ইট দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
গত ২৯ আগস্ট শুক্রবার দুপুর ২ টার দিকে স্টুডিয়াম কলোনির ভিতরে এ ঘটনা ঘটে। আহত ওই নারীর নাম রাবেয়া বেগম, সে ওই এলাকার দিনমজুর সাইদুলের মেয়ে। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। হামলার আঘাতে রাবেয়ার মাথার পিছনে ফাটা যখম সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাবেয়া ও তার পরিবারদের সাথে প্রতিবেশী আবু সুফিয়ান ও তার পরিবারদের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে।
ঘটনার দিন শুক্রবার দুপুরে তুচ্ছ বিষয় নিয়ে রাবেয়াকে হত্যার পরিকল্পনা করে তাকে টেনে ড্রেনের ভিতরে ফেলে দেয় সুফিয়ানের ছেলে শাসন, সহ অজ্ঞাতনামা সহযোগীরা। একপর্যায়ে তারা হাতে থাকা ইট দিয়ে মাথায় আঘাত করে মারাত্মক জখম করে। তাছাড়া রাবেয়াকে শ্লীলতাহানি চেষ্টাও চালায়।
এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।