
উজিরপুরে জমি নিয়ে বিরোধ –মহিলাকে কুপিয়ে হত্যা চেষ্টা অভিযো
বরিশাল উজিরপুর উপজেলার সাতলা এলাকায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে হাওয়া বিবি নামে এক মহিলাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর একটার দিকে পশ্চিম সাতলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবারের লোকজন হাওয়া বেগমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সে ওই এলাকার রশিদ শিকদারের স্ত্রী।
আহতের স্বামী রশিদ জানান, রশিদ দীর্ঘ ৩৪ বছর ধরে তার দশ বিগা জমিতে ঘের করে মাছ চাষ করে আসছে।সম্প্রতি ও ঘেরে থাকা জমি প্রতিপক্ষ ইউনুস ও তার ছেলে মানিক, কলিম সহ তাদের সহযোগীরা জবরদখল করার চেষ্টা চালায়।বিষয়টি নিয়ে রশিদ শিকদার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সব প্রশাসনকে জানালে ইউনুস গং আরো ক্ষিপ্ত হয়ে যায়।
এরা জের ধরে, ঘটনার দিন বৃহস্পতিবার দুপুর একটাই ইউনুস এবং তার দুই ছেলে মানিক, কলিম এবং তাদের সহযোগী সেলিম, কাইয়ুম, এস রহমান ছালাম সহ অজ্ঞাতনামা দুর্বৃত্ত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় হাওয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এমনকি তাকে আঘাতের পর পানির ভিতর ফেলে দেয়।
আরো জানা যায়, ইউনুস ও তার দুই ছেলে মানিক, কলিম এলাকার ভূমিদস্য ও চিহ্নিত সন্ত্রাসী। এদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আছে।