চরমোনাইতে মা -মেয়েকে পিটিয়ে নাক ভেঙ্গে দেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৫, ১৯:৩৯ অপরাহ্ণ
বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে মা-মেয়েকে পিটিয়ে নাক ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে চরমোনাইর ৭ নং ওয়ার্ড এলাকা এ ঘটনা ঘটে। আহতরা হলো, ওই এলাকার দিনমজুর সুলতান হাওলাদার এর স্ত্রী কাজল রেখা এবং মেয়ে লামিয়া আক্তার।এদের মধ্যে কাজল রেখা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেয় এবং লামিয়াকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত লামিয়া জানান, দীর্ঘদিন ধরে আমাদের সাথে আমার চাচা জাকির হাওলাদার ও তার পরিবারদের পারিবারিকভাবে পূর্ব শত্রুতা চলে আসছে।
ঘটনার দিন শুক্রবার দুপুরে তুচ্ছ বিষয় নিয়ে আমার মা রেখা বেগমের সাথে চাচি নিরু বেগমের দ্বন্দ্ব হয়। এরই জেরে একপর্যায়ে চাচি নিরু বেগম, চাচা জাকির, চাচাতো ভাই মারুপ আমার মা রেখা বেগমের উপর দা বডি নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় আমি বাঁচাতে আসলে আমাকে হামলা চালিয়ে নাক ভেঙ্গে দেয় চাচা- চাচি ও তার সহযোগীর।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।