
ঝালোকাঠিতে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা চেষ্টা অভিযোগ মেম্বার ও তার স্ত্রীর বিরুদ্ধে
ঝালকাঠির সদর বিনয়কাটির সুগন্ধি এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে ষাটের্ধ বয়সী বৃদ্ধাকে নির্যাতন হামলা চালিয়ে আহত করার ঘটনায় মেম্বার ও তার স্ত্রী বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গত শুক্রবার দুপুর দেড়টার দিকে গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে আহত বৃদ্ধার নাম সালমা বেগম। সে ওই এলাকার দিনমজুর আলমগীর খানের স্ত্রী। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতের স্বামী আলমগীর জানান, দীর্ঘদিন ধরে আলমগীর খান ও তার পরিবারদের সাথে প্রতিবেশী ইউপি মেম্বার শাকিল খান ও তার পরিবারদের পূর্ব শত্রুতা চলে আসছে।
ঘটনার দিন শুক্রবার দুপুর ১ঃ৩০ টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে আলমগীরের স্ত্রী সালমার সাথে মেম্বার শাকিল ও শাকিল এর স্ত্রীর শিপার সাথে দ্বন্দ্ব হয়।
এরই জের ধরে, এক পর্যায়ে শাকিল ও তার স্ত্রী শিফা অতর্কিতভাবে ইট দিয়ে পিটিয়ে বৃদ্ধা সালমাকে মাথায় জখম করে।
সূত্রে আরও জানা যায়, মেম্বার শাকিল একজন আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের আমলে শাকিল এলাকার অসহায় মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়ে আসছে। এই ঘটনায় সালমা বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলার অভিযোগ করেন ।