• ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কাঠালিয়া জমি নিয়ে সংঘর্ষে মহিলাকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১৪:৫৬ অপরাহ্ণ
কাঠালিয়া জমি নিয়ে সংঘর্ষে মহিলাকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

কাঠালিয়া জমি নিয়ে সংঘর্ষে মহিলাকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় তাসলিমা বেগম নামে এক মহিলাকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।গত শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার পশ্চিম শৌলাজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত তাসলিমা কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সে ওই এলাকার মৃত হানিফ হাওলাদারের মেয়ে এবং বাবুল খলিফার স্ত্রী। বর্তমানে সে হাসপাতালের সার্জারি বিভাগে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। 

আহতের স্বামী বাবুল জানান, দীর্ঘদিন ধরে বাবুল ও তার পরিবারদের সাথে জমি জমা নিয়ে প্রতিবেশী মৃত হাসেন আলী জমাদ্দারের ছেলে কাওসার জমাদ্দার ও জুলফিকার জমাদ্দার গং দের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে। এমনকি আদালতে মামলাও চলমান রয়েছে। ঘটনার দিন গত ১৩ সেপ্টেম্বর শনিবার সুপারির পাতা চুরি করে পাড়া কে কেন্দ্র করে বাবুলের স্ত্রী তাসলিমার সাথে কাওসার এর সাথে দ্বন্দ হয়। 

এরই জের ধরে এক পর্যায়ে কাওসার, জুলফিকার, সিফাত কামাল, সহ অজ্ঞাতনামা কয়েকজন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা তাসলিমার উপরে হামলা চালায়। তাকে হাতুড় দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেন।

বাবুল আরো জানান, হামলাকারী প্রতিপক্ষদের সাথে আমাদের ২০১৪ সাল থেকে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। দীর্ঘ ১১ বছর ধরে আমাদের জমি জোরপূর্বক জবরদখল করার চেষ্টায় আমাদের উপরে বিভিন্ন জুলুম অত্যাচার নিপীড়ন চালায় প্রতিপক্ষরা। এরা আওয়ামী লীগের দোসর। এদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে আছে। আমরাও এখনো এদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।এই ঘটনায় কাঠালিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

 

 

 

সংবাদটি শেয়ার করুন....