
পটুয়াখালীর বাউফল উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে রিশাদ আল মাহমুদ নামে এক যুবককে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।গত ২৪ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার দাস পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারের লোকজন আহত রিশাদকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ধারালো অস্ত্রের আঘাতে রিসাতের মাথার ডানপাশে কপালের চারা ভেঙ্গে যায়। তবে অবস্থার অবনতি হলে যে কোনো সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।আহত রিশাদ ওই এলাকার জামাল সরদারের ছেলে।
আহতের মা মাহিনুর বেগম জানান, গত দুই মাস পূর্বে তুচ্ছ বিষয় নিয়ে রিষাদের সাথে এলাকার আনিছ সরদারের ছেলে শাহিনের দ্বন্দ্ব হয়। যদিও বিষয়টি স্থানীয় ৩ নং ওয়ার্ডের দফাদার ইউনুস মীমাংসা করে দেয়। পূর্বের ঘটনার জের ধরে গত ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে শাহীন ও তার ভাই সাজিদ সহ অজ্ঞাতনামা কয়েকজন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় রিশাদর উপরে অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে রিসাতকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। বর্তমানে রিশাদ মুমূর্ষ অবস্থায় হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।