
গৌরনদীতে পূর্ব শত্রুতায় মহিলাকে পিটিয়ে আহত
বরিশাল গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে লিজা নামে এক মহিলাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে ভাসুর ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় তারা তার সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।।
গত বৃহস্পতিবার রাত সাতটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত লিজা ওই এলাকার সাইফুল ইসলামের স্ত্রী। বর্তমানে গুরুতর অবস্থা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
লিজা জানেন, দীর্ঘদিন ধরে লিজা ও তার পরিবারদের সাথে ভাসুর মিজানুর রহমান ফকির ও তার পরিবারদের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে।
ঘটনার দিন বৃহস্পতিবার রাত সাতটার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিজানুর রহমান, এবং মিজানের স্ত্রী সীমা বেগম, মেয়ে লিয়া ও মেয়ে জামাই সেনা সদস্য পারভেজ সহ অজ্ঞাতনামা কয়েকজন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা লিজার উপরে অতর্কিত হামলা চালায়।
স্থানীয় পরিবারের লোকজন আহত লিজাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা আসোকাটি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলের রেফার করা হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।