• ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল চর কাউয়ায় ভাড়া দোকান নিয়ে দ্বন্দ্বে আহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৫, ২১:১৩ অপরাহ্ণ
বরিশাল চর কাউয়ায় ভাড়া দোকান নিয়ে দ্বন্দ্বে আহত ২

বরিশাল চর কাউয়ায় ভাড়া দোকান নিয়ে দ্বন্দ্বে আহত ২

বরিশাল সদর উপজেলার চর কাউয়ায় দোকান ছাড়তে নোটিশ দেয়াকে কেন্দ্র করে দোকান মালিক কে হামলার অভিযোগ পাওয়া গেছে ভাড়াটিয়া সহ দুর্বৃত্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুর সাড়ে ১১টার দিকে ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চোর করণজীর হাই স্কুল সংলগ্ন বাজার নামক স্থানে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত দোকান মালিক তৌহিদুল ইসলাম হারুন ও তার ভাই শহিদুল ইসলামকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

ভুক্তভোগী দোকান মালিক তৌহিদুল ইসলাম হারুন জানান, গত এক বছর পূর্বে চর করনজী বাজারে হারুনের মালিকানাধীন একটি দোকান ভাড়া দেয় একই গ্রামের মৃত আছমত আলী শিকদারের ছেলে আলিম শিকদারের কাছে। ভাড়া দেয়ার প্রথম মাস থেকে আলিম ভাড়া টাকা দিতে তালবাহানা শুরু করে দেয়। শুরু থেকে এই পর্যন্ত কোন ভাড়া পরিশোধ না করিলে দোকান মালিক হারুন বারবার তাকে দোকান ছেড়ে দিতে বলা হয়। কিন্তু ভাড়াটিয়া আলিম ভাড়া না দিয়ে উল্টা দোকান মালিক হারুন কে ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি দেয়। 

গত শুক্রবার দোকান মালিক হারুন তার দোকানের সংস্কার কাজ শুরু করলে সেখানে ভাড়াটিয়া আলিম ও তার ছেলে রিশাদ শিকদার, সহ কিছু দুর্বৃত্ত সন্ত্রাসীরা এসে কাজ বন্ধ করে দেয়।বিষয়টি জানতে পেরে দোকান মালিক হারুন ও তার ভাই শহীদ ঘটনাস্থল তার দোকানের সামনে আসলে ভাড়াটিয়া আলিম ও তার ছেলে রিশাদ সহ দুর্বৃত্ত সন্ত্রাসীরা হঠাৎ অতর্কিতভাবে হারুন ও তার ভাই শহীদের উপর অতর্কিত হামলা চালায়। এমনকি দুই লাখ টাকা চাঁদা শর্তে আলিম দোকান ছেড়ে দেবে বলে জানান হারুনকে।

সূত্রে আরও জানা যায়, ভাড়াটিয়া আলিমের ছেলে রিশাদ একজন ইয়াবা ব্যবসায়ী। কয়েক বছর পূর্বে রিশাদ আটক হয়ে জেল হাজত খাটে। এদের বাপ বেটার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের অভিযোগ ওঠে। 

এ বিষয় বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....