
নলছিটিতে যুবলীগ নেতার কোপে রক্তাক্ত চাচা- ভাতিজা সহ ৩ জন হাসপাতালে
ঝালকাঠির নলছিটি উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে চাচা ভাতিজা সহ তিনজনকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে যুবলীগ নেতাও তার সহযোগীদের বিরুদ্ধে। গত ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল আনুমানিক আটটার দিকে উপজেলার ৫ নং সুবিদপুর ইউনিয়ন পূর্ব গোদন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো, মৃত জোনাব আলী সরদারের ছেলে শাহাদাত হোসেন, শাহাদাতের ভাতিজা নাজমুল ইসলাম এবং আবুল বাশার সরদার।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা হাসপাতালে সার্জারি বিভাগে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে শাহাদাত হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তবে অবস্থার অবনতি হলে যে কোনো সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আহত আবুল বাশার জানান, দীর্ঘদিন ধরে আমার ও চাচা শাহাদাত সরদার এবং আমার চাচাতো ভাই নাজমুল ইসলামের জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক সরদারের ছেলে যুবলীগ নেতা রাসেল সরদারের সাথে বিরোধ চলে আসছে। পতিত সরকারের আমল থেকে জোরপূর্বক আমাদের জমি ভোগ দখল করে আসছে।আমার চাচাতো ভাই নাজমুল ইসলাম তিনি সরমহল ও গোদন্ডা মৌজায় ৬০ শতাংশ জমি প্রতিপক্ষ রাসেলের মা সায়রা বেগমের কাছ থেকে চার শতাংশ এবং তাদের স্বজনদের কাছ থেকে আরো ৫৫ শতাংশ জমি সাব কবলা দলিল মূলে ২০২২ সালে ক্রয় করেন। কিন্তূ দীর্ঘদিন ধরে তাকে জমি বুঝিয়ে দেয়া হয়নি। এ নিয়ে এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রশাসনকে অবগত করা হলে প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে যায়। ঘটনার দিন বিরোধপূর্ণ জমি নিয়ে নাজমুল ইসলামের সাথে প্রতিপক্ষ রাসেল সরদারের দ্বন্দ্ব হয়। এরই জের ধরে একপর্যায়ে রাসেল সরদার এবং তাদের সহযোগী আব্দুর রাজ্জাক সরদার, রাকিব সরদার, নজরুল মোল্লা, হাসান মোল্লা, সাঈদ মোল্লা, সিয়াম মোল্লা, সহ ১৫-২০ জন দুর্বৃত্ত সন্ত্রাসী পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে নাজমুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় নাজমুলের চাচা শাহাদাত হোসেন এবং চাচাতো ভাই আবুল বাশার বাঁচাতে আসলে তাদেরকেও কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন রাসেল সহ অন্যান্য সহযোগীরা। স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করেন। এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষ রাসেল সরদার, রাজ্জাক , নজরুল মোল্লা শেবাচিম হাসপাতালের নাটকীয় কায়দয় ভর্তি হয়।
স্থানীয়রা জানান, উল্লেখিত আওয়ামী লীগ নেতারা এলাকায় প্রভাব বিস্তার করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছে। এদের ভয়ে এলাকার সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। আহতের পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে।
এদিকে হামলার ঘটনায় আবুল বাশার বাদী হয়ে ঝালকাঠি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে নলছিটি থানা ওসিকে এজাহারের নির্দেশ দেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, এজাহারের আদেশ থানায় এসেছে। আইনি প্রক্রিয়া চলছে।