• ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে হোটেল বিক্রি নিয়ে দ্বন্দ্বে নারীকে নির্যাতন ও হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১৪:৪২ অপরাহ্ণ
ঝালকাঠিতে হোটেল বিক্রি নিয়ে দ্বন্দ্বে নারীকে নির্যাতন ও হামলার অভিযোগ

ঝালকাঠিতে হোটেল বিক্রি নিয়ে দ্বন্দ্বে নারীকে নির্যাতন ও হামলার অভিযোগ

ঝালকাঠিতে হোটেল ক্রয় বিক্রয় করাকে কেন্দ্র করে ঝুমুর নামে এক নারীকে নির্যাতন ও হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ঝালকাঠির সদর ব্রাক মোড় সিআইডি অফিসের সামনে ঘটনা ঘটে। 

আহতের নাম ঝুমুর বেগম, সে ওই এলাকার ফয়সাল বিশ্বাসের স্ত্রী। বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতের স্বামী ফয়সাল জানান, ফয়সাল গত দুই মাস পূর্বে সিআইডি অফিসের সামনে কুদ্দুস হাওলাদার মার্কেটের অবস্থিত “আবার খাবো” নামে একটি হোটেল ক্রয় করেন মালিক শামীম ও রুবেলের কাছ থেকে । কিছু টাকা বকেয়া ছিল। এবং দোকান কেনাবেচার বিষয় নিয়ে বসা বসি কথাও ছিল। কিন্তু শামীম রুমেল বিষয়টি নিয়ে না বসে টাকার জন্য দোকানে আসে এবং বর্তমান দোকান মালিক ফয়সাল ও তার স্ত্রীকে অকথ্য ভাষায় অশালীন আচরণ করে। সেখানে প্রতিবাদ করতে গেলে একপর্যায়ে ফয়সালের স্ত্রী ঝুমুরকে নির্যাতন হামলা চালিয়ে আহত করেন শামীম, রুবেলসহ অন্যান্য সহযোগীরা।এ সময় দোকানের ক্যাশে থাকা ৫০ হাজার টাকা তারা ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
সংবাদটি শেয়ার করুন....