
হিজলায় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে চাচা ও চাচির উপর হামলার অভিযোগ
বরিশাল হিজলা থানার মেয়েমানিয়া ইউনিয়নের সোনাতলা গ্রামে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে চাচি ও চাচাকে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে জুনায়েদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় তারা ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়।
২৯ সেপ্টেম্বর সোমবার আনুমানিক সকাল ৯ টার দিকে নিজ বাসায় এ ঘটনা ঘটে।
আহতরা হল,চাচি সুমি বেগম ও চাচা হেমায়েত উদ্দিন আজাদ। বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সুমি জানান, প্রায় সময় সুমির ভাসুরের ছেলে জুনায়েদ বিভিন্ন রকম কুপ্রস্তাব দিয়ে আসছে। এই ঘটনায় আদালতে সুমি বাদী হয়ে অভিযুক্ত জুনায়েদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়।
সেই মামলায় জামিনে বের হয়ে ঘটনার দিন গত সোমবার সকাল ৯ টার দিকে বাদী সুমিকে ধর্ষনের চেষ্টা চালায় জুনায়েদ,। একপর্যায়ে সুমি ডাক চিৎকার করলে সুমি সহ তার স্বামী আজাদকে পিটিয়ে মাথা পাঠিয়ে দেয় জুনায়েদ, জুনায়েদের বাবা মুক্তা, তামান্না,।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে হামলাকারী জুনায়েদ ইনজুরি দেখিয়ে হাসপাতালে নাটকীয় কায়দায় ভর্তি হয়।।