বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়ালে পূর্ব শত্রুতার জের ধরে জসিম খানসহ একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুরও লুটপাট চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়।গত বুধবার সন্ধ্যা ছয়টায় দিকে মধুকাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহত অন্যান্যরা হল জসিম খানের স্ত্রী বেলি বেগম, মা রাশেদা, বেগম, মেয়ে উর্মি এবং মেয়ে জামাই আফজাল। বর্তমানে তারা মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে জসিম খান ও তার স্ত্রী বেলি বেগমে ও তার মা রাশেদা বেগমের অবস্থা আশঙ্কাজনক।তবে অবস্থার অবনতি হলে যে কোনো সময় তাকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আহত জসিম জানান, দীর্ঘদিন ধরে জসিম খান ও তার পরিবারদের সাথে প্রতিপক্ষ মনির খানের ছেলে জিহাদ খান ও তার পরিবারদের পূর্ব শত্রুতা চলে আসছে। ঘটনার দিন তুচ্ছ বিষয় নিয়ে জিহাদের সাথে জসিমের দ্বন্দ্ব হয়। এরই জের ধরে এক পর্যায় জসিমকে হত্যার চেষ্টায় জিহাদ এবং তাদের সহযোগী মনির সহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে মাথার উপরে আঘাত করলে জসিম তার বাম হাত দিয়ে ঠেকাইলে এসময় তার হাত ভেঙ্গে যায়। জসিমের হামলার ঘটনায় স্ত্রী বেলি বেগম, মা রাশেদা বেগম, মেয়ে উর্মি, মেয়ে জামাই আফজাল বাঁচাতে আসলে তাদেরকেও কুপিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেন জিহাদ সহ অন্যান্য সহযোগীরা। এদিকে হামলাকারীরা উল্টা মামলা করার জন্য জসীম ও তার পরিবারকে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।