• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

পাথরঘাটায় বসতঘরে আগুন, বৃদ্ধাসহ আহত- ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪, ১৫:২৭ অপরাহ্ণ
পাথরঘাটায় বসতঘরে আগুন, বৃদ্ধাসহ আহত- ৫

বরগুনার পাথরঘাটা উপজেলায় জমি বিরোধের জের ধরে বসতঘরে আগুন দিয়ে ওই পরিবারের পাঁচজনকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ৩১ অক্টোবর বিকাল চারটার দিকে উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, ওই এলাকার মৃত মোজাম্মেল ডাক্তারের স্ত্রী জয়নব বিবি, জয়নবের পুত্রবধূ পিয়ারা, হালিমা, নাতনি সাফয়া, ও নিজাম। বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত জয়নব বিবি জানান, দীর্ঘদিন ধরে জয়নব বিবির স্বামীর ওয়ারির সম্পত্তি নিয়ে প্রতিপক্ষ মতিউর রহমানের ছেলে আনিসুর রহমান ও তার গংদের সাথে বিরোধ চলে আসছে।জয়নবদের জমি জোরপূর্বক জবর দখল করার চেষ্টা চালায় প্রতিপক্ষরা। বিষয়টি নিয়ে জয়নবদের পরিবারের সহযোগীরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রশাসনকে জানালে প্রতিপক্ষ আনিসুর রহমান ও তার সহযোগীরা আরো ক্ষিপ্ত হয়ে যায়। এরই জের ধরে, ঘটনার দিন বিকেল চারটায় আনিসুর রহমান সহ তাদের সহযোগীরা আমাদের ঘরে আগুন লাগিয়ে দেয়। প্রতিবাদ করতে গেলে জয়নব ,পেয়ারা, সাফিয়া, হালিমা, নিজামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেন আনিসুর রহমান, সাইদুর রহমান, আলমগীর, খলিল, সেলিম, কাওসার, সাইফুল, মামুন, শহীদ, আলতাফসহ ৫০-৬০ জনের একদল সন্ত্রাসী। ঘটনাস্থলে পাথরঘাটা থানা পুলিশ আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাদেরকে বরিশাল মেডিকেলের রেফার করা হয়।

এ ঘটনায় পাথরঘাটা থানায় মামলার অভিযোগ দেওয়া হয়েছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন....