
কাঠালিয়া প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রদল নেতা কে হত্যার চেষ্টা পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার সাথে থাকা নগদ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়।
গত ২রা নভেম্বর রাত সাড়ে নয়টার দিকে উপজেলার পাটিখালগাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জোড় খালি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতের নাম নাজমুল হোসেন রাব্বি। সে ওই এলাকার জাহাঙ্গির বেপিরীর ছেলে ও ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ সভাপতি পদে রয়েছে।
বর্তমানের রাব্বি গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।
আহত রাব্বি জানান, দীর্ঘদিন ধরে রাব্বির সাথে প্রতিপক্ষ দেলোয়ার হোসেন জমাদ্দারের ছেলে রায়হান ওরফে লিটু জমাদ্দারের পূর্ব শত্রুতা চলে আসছে।
ঘটনার দিন রাব্বি তার ব্যবসার কাজে মোটরসাইকেলে আমুয়া থেকে নতুন বাজারে আসার পথে হঠাৎ প্রাইমারি স্কুলের সামনে রাস্তার উপর গাছ কেটে ফেলে রাখে। একপর্যায়ে রাব্বি মোটরসাইকেল থামালে লিটু জমাদার এবং তার সহযোগী জুয়েল খান, সবুর খান, জাকির হোসেন, মারুফ জমাদার, সুমন খান, রিপন হাওলাদার, রুবেল সহ ১০/১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসী পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় রাব্বিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে।
স্থানীয় ও পরিবারের লোকজন আহত রাব্বিকে উদ্ধার করে তাৎক্ষণিক কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেলে রেফার করা হয়।
ধারালো অস্ত্রের আঘাতে রাব্বির মাথার পিছন ঘাড়ের পাশে সহ বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়।
তবে অবস্থার অবনতি হলে যে কোন সময় তাকে ঢাকা মেডিকেলে রেফার করে যেতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।