
মির্জাগঞ্জ প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় জমি বিরোধের জের ধরে মর্জিনা বেগম নামে এক নারীকে এলোপাথাড়িভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। গত ২ নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামে ঘটনা ঘটে। আহতের নাম মর্জিনা বেগম, সে ওই এলাকার জাহাঙ্গীর শিকদারের স্ত্রী, বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আহত স্বামী জাহাঙ্গীর জানান, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে জাহাঙ্গীর ও তার পরিবারদের সাথে প্রতিপক্ষ মৃত আইজদ্দি হাওলাদারের ছেলে মফেজ ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে।
ঘটনার দিন শনিবার তুচ্ছ বিষয় নিয়ে মর্জিনার সাথে মফিজের দ্বন্দ্ব হয়। এরই জের ধরে প্রতিপক্ষ মফেজ, ও তার ছেলে হাসান, ভাতিজা রহিম ও রহিমের ছেলে রাকিব, সহযোগী ফারুক খান সহ অজ্ঞাতনামা পাঁচ ছয় জন সহযোগী পরিকল্পিতভাবে মর্জিনাকে হত্যার চেষ্টায় পিটিয়ে মারাত্মক জখম করেন। এ সময় মর্জিনার স্বামী জাহাঙ্গীর বাচাইতে আসলে তাকেও পিটিয়ে আহত করেন মফিজ সহ অন্যান্য সহযোগীরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে মর্জিনার অবস্থার অবনতি হলে উন্নতি চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেলে রেফার করা হয়। আহতের পরিবার আরো জানান, প্রতিপক্ষরা প্রায় সময় আমাদেরকে বিভিন্ন ভয়-ভীতি সহ খুঁন জখমের হুমকি দিয়ে আসছিল।
এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।