বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ড ফিশারি রোড এলাকায় তুচ্ছ ঘটনার জেরে দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
৮ নভেম্বর শুক্রবার দুপুর আড়াইটার দিকে প্রথম গলি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার হারুন অর রশিদ ছেলে নোমান, নোমানের চাচা সেলিম বাড়ী, মা নার্গিস বেগম, চাচা সাঈদ, এবং বন্ধু প্রিন্স ও শাকিল। অপরপক্ষের জিয়াউল হক ও জহিরুল এবং খোকন।
বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত নোমান জানান, শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় যাওয়ার পথে গলির মুখে প্রতিপক্ষ খোকনের ছেলে রাকিব আমাকে দেখে অশালীন আচরণ করে। নোমান আচরণের বিষয়টি জানতে চাইলে তার উপরে চড়ে ওঠে। এক পর্যায়ে রাকিব ও তার বাবা খোকন তার বড় ভাই রফিকুল, জহিরুল, জিয়াউল হক সহ ১০/১২ জন সন্ত্রাসী অতর্কিতভাবে আমাকে এলোপাতাড়ি ভাবে মারধর শুরু করে। আমার ডাক চিৎকারে চাচা সেলিম, মা নার্গিস বেগম এবং বন্ধু প্রিন্স আসলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন রাকিব সহ অন্যান্য সহযোগিরা।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষকে ফাঁসাতে জহিরুল, খোকন ও জিয়াউল হক শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নাটকীয় কায়দায় ভর্তি হয়।
এই ঘটনা বিমানবন্দর থানা মামলা প্রস্তুত চলছে বলে স্বজনদের সূত্র জানা যায়।