• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় শশুর ও ঝা,র হামলায় গৃহবধু হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ১৮:১৩ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় শশুর ও ঝা,র হামলায় গৃহবধু হাসপাতালে

একুশের চোখ ডেস্ক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক গৃহবধূ কে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি ভাবে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে শশুর ও ঝা,র বিরুদ্ধে।

গত মঙ্গলবার বিকেল তিনটার দিকে উপজেলার ছোট সিংগা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতের নাম মেরিনা বেগম। সে ওই এলাকার প্রবাসী ইব্রাহিম মিয়ার স্ত্রী। বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত মেরিনা জানান, মেরিনাকে তার ঝা, রেহানার ষড়যন্ত্রমূলক একটি মিথ্যা মামলা দিয়ে জেল খাটায়। ওই মিথ্যা মামলায় গত চার নভেম্বর মেরিনা পিরোজপুরে আদালত থেকে জামিনে বের হয়।

মেরিনা জামিন নিয়ে গত মঙ্গলবার তার নিজ বাড়িতে আসেন। মেরিনার শ্বশুর আব্দুস সালাম চকিদার ও মামলার বাদী রেহানা ও রেহানার মেয়ে ফাতেমা সহ কয়েকজন মেরিনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। মেরিনা না যেতে চাইলে এক পর্যায় শ্বশুর আব্দুস সালাম, রেহানা ও ফাতেমা সো অজ্ঞাত কয়েকজন অতর্কিতভাবে মেরিনা কে হামলা চালিয়ে রক্তাক্ত করেন। এতে মেরিনার তিনটি দাঁত ভেঙ্গে যায়। বর্তমানে হাসপাতালের ডেন্টাল বিভাগের চিকিৎসাধীন রয়েছে। মেরিনা আরো জানান, আমাকে সহ আমার ননদ খুশবো আক্তারকে প্রতিপক্ষরা বিভিন্ন ভয়-ভীতি সহ খুন জখমের হুমকি দেয়।

এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন....