
ভোলা প্রতিনিধি :ভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদার দাবিতে চাচা ও ভাতিজাকে হত্যার চেষ্টায় এলোপাথাড়িভাবে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আব্দুল আলীর সাথে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চাঁদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দক্ষিণ আড়ালিয়া পঞ্চায়েত কান্দি গ্রাম দক্ষিণ খাসের হাটে এই ঘটনা ঘটে। আহতরা হলো, ওই এলাকার খোরশেদ আলমের ছেলে আব্দুল আলী ও আব্দুল আলীর ভাতিজা লাভলু। এদের মধ্যে গুরুতর আব্দুল আলী কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে এবং লাভলু প্রাথমিক চিকিৎসা নেয়।
আহত লাভলু জানান,গত ১৫ নভেম্বর লাভলুর মা অসুস্থ থাকার কারণে বাড়িতে আসে। এই সুযোগে প্রতিপক্ষ সন্ত্রাসী রিয়াজ সহ তার সহযোগীরা লাভলুর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেয়া ২০ নভেম্বর বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রিয়াজ সহ একদল সন্ত্রাসী লাভলুর উপরে অতর্কিত হামলা চালায়। লাভলুকে গুরুতরভাবে আহত করে। হামলার শেষে একই রোডে লাভলুর চাচা আব্দুল আলী কে পেয়ে তাকেও পিটিয়ে হাত-পা ভেঙে দেয়। স্থানীয় ও পরিবারের লোকজন চাচা ও ভাতিজাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে আব্দুল আলীর অবস্থা আশঙ্কা জনক হলে তাৎক্ষণিক তাকে বরিশাল মেডিকেলের রেফার করা হয়।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।