• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

তালতলীতে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ণ
তালতলীতে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা

Oplus_131072

বরগুনার তালতলী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে রফিকুল ইসলাম আক্কাস গাজী নামে এক বৃদ্ধকে পেটে চাকু ঢুকিয়ে হত্যা চেষ্টা অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার পাওয়া পাড়া বরইতলী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় পরিবারের লোকজন আহতকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে আহতের অবস্থার মুমূর্ষ হওয়ায় তাৎক্ষণিক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে আক্কাস গাজী আশঙ্কাজনক অবস্থায় সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে আক্কাস গাজীর পেটে চাকুর আঘাত এবং মাথার উপরে মারাত্মক জখম হয়েছে।তবে অবস্থার অবনতি হলে যে কোন সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আহতের ছেলে অমি ও অপু জানান, দীর্ঘদিন ধরে রফিকুল ইসলাম আক্কাস গাজীর জমি নিয়ে প্রতিপক্ষ আর্শেদ হাওলাদারের ছেলে রুস্তম গংদের সাথে বিরোধ চলে আসছে। দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমানের পর নিম্ন আদালত এবং উচ্চ আদালত আক্কাস গাজীর পক্ষে রায় দেয়।

এতে করে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা আক্কাস গাজী ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি দেয়। গত তিন মাস পূর্বে প্রতিপক্ষরা আক্কাস গাজীর জমি জবরদখল করে জোরপূর্বক বসত ঘর তোলে। ওই ঘটনায় তালতলী থানায় মামলা দায়ের হয়। গত ২৫ নভেম্বর সোমবার রাতের আঁধারে প্রতিপক্ষ রুস্তম ও তার সহযোগী জাহাঙ্গীর, জামাল, কামাল, আলমগীর, ইব্রাহিম সহ অর্ধশতাধিক লাঠিয়াল বাহিনী আক্কাস গাজীর জমিতে ধান কাটতে যায়। তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিয়াল বাহিনীদেরকে ধাওয়া করে এবং ওখান থেকে এজহারভুক্ত আসামি জাহাঙ্গীর এবং জামাল কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। পরের দিন ছাব্বিশ নভেম্বর দুপুর একটার দিকে প্রতিপক্ষ রুস্তম এবং খোকন মালের নেতৃত্বে কামাল, আলমগীর, ইব্রাহিম, রাহিমা বেগম, আকলিমা, সহ অর্ধশতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী পুলিশের বাধা উপেক্ষা করে পুনরায় ধান কাটতে যায়। ঘটনাস্থলে পুলিশের ডাকে আক্কাস গাজী ঘটনাস্থলে আসার পর থানা পুলিশের সামনে আক্কাসকে হত্যার চেষ্টা পেটে চাকু ঢুকিয়ে দেয় পাশাপাশি মাথায় উপরে কুপিয়ে জখম করেন রুস্তম, খোকন মাল, কামাল আলমগীর, ইব্রাহিমসহ একদল সহযোগী। পরিবারের লোকজন আক্কাস গাজীকে উদ্ধার করে বরগুনা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনা তালতলী থানার উপ-পুলিশ পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, বিবাদীরা ভয়ংকর সন্ত্রাসী। হামলার ঘটনায় আহতের পরিবারকে মামলার অভিযোগ দিতে বলা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন....