বরিশাল বিমানবন্দর থানাধীন রামপট্টি এলাকায় ট্রলার চুরি করাকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের তিনজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত ৩০ নভেম্বর রাত সাড়ে ৯ টার দিকে রামপট্টি বাস স্টানে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার নূর মোহাম্মদ ফকিরের ছেলে মামুন ফকির, শামীম ফকির এবং চাচাতো ভাই রবিউল।
এদের মধ্যে মামুনকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নেয়।
আহত শামীম জানান, গত ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে মাছ ধরার জাল সহ একটি ট্রলার চুরি হয়। তার আগের দিন টলারের ছবি ও ভিডিও করেন শাহ আলমের ছেলে জুয়েল ও তার সহযোগীরা এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
যে জন্য শাহ আলমের ছেলে জুয়েল চুরির সাথে জড়িত থাকার সন্দেহ করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে আরো তারা ক্ষিপ্ত হয়ে যায়। আর এটাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে জুয়েল ও তার ভাই নুর আলম, নুরু, ইনু, হাসান, সহ অজ্ঞাতনামা কয়েকজন মামুনকে হত্যার চেষ্টায় অতর্কিত হামলা চালায়, এ সময় মামুনকে বাঁচাতে মামুনের ভাই শামীম ও চাচতো ভাই রবিউল আসলে তাদেরকেও পিটিয়ে আহত করেন নুর আলম সহ অন্যান্য সহযোগীরা।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষকে ফাঁসাতে হামলাকারী নুর আলম ও জুয়েল হাসপাতালে নাটকীয় কাদায় ভর্তি হয়।
এ ঘটনায় বিমানবন্দর থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।