• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে জমি দখল করতে বোনকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৪, ০৮:০১ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে জমি দখল করতে বোনকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ 
বাকেরগঞ্জে জমি দখল করতে বোনকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দিতে বোনের সম্পত্তি দখল করতে মরিয়া হয়ে উঠেছে ভাই সাইফুল ইসলাম। দখলের চেষ্টায় বোন মমতাজ বেগমকে হত্যার চেষ্টায় পিটিয়ে আহত করা হয়।গত শনিবার সকাল সাতটায় মাঝগ্রামে ঘটনা ঘটে।

পরিবারের লোকজন আহত মমতাজ কে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।

সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বোন মমতাজ ঢাকায় বসবাস করেন। এই সুযোগে তার সম্পত্তি জবরদখল করার চেষ্টা চালিয়ে আসছে ভাই সাইফুল ইসলাম। সে একজন ভয়ংকর সন্ত্রাসী। তিনি পরিবারের কাউকে কোনো তোয়াক্কা করে না। তার বিরুদ্ধে পরিবারের অন্যান্যরা কথা বললে তাদের উপরও চড়াও হয়ে যায় সাইফুল। এভাবে তিনি একক আধিপত্য চালিয়ে আসছে।

মমতাজের দাবি, আমার সম্পত্তি কেন আমার ভাই দখলের চেষ্টা চালাবে। তার বিরুদ্ধে কথা বললে হামলার শিকার হতে হয়। গত শনিবার আমাকে পিটিয়ে মারাত্মক জখম করেছে। দেশে কি আইন বিচার নেই। আমি সাইফুল এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন....