
বাকেরগঞ্জের নেয়ামতি এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে সহোদর কে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।আহতরা হলো, ওই এলাকার আঃ বারেকের ছেলে কামরুল ইসলাম ও হাসিবুজ্জামান।বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আহত সুত্রে জানা গেছে, হাসিবুজ্জামান ও তার পরিবারদের সাথে প্রতিবেশী জাবেদ আলীর ছেলে উজ্জ্বল ও তার পরিবারদের পুর্ব বিরোধ চলে আসছে। ঘটনার দিন তুচ্ছ বিষয় নিয়ে হাসিবুজ্জামানের সাথে উজ্জ্বল ও তার পরিবারদের বিরোধ হয়। এরই জের ধরে একপর্যায়ে উজ্জ্বল ও তার ভাই মিজান, বাহাদুর সহ ১০-১২ জন ভাড়াটিয়ার সন্ত্রাসী পরিকল্পিতভাবে হাসিবুরজ্জমানকে ইট দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এ সময় হাসিখুজ্জামানের ভাই কামরুল ইসলাম বাঁচাতে আসলে তাকেও পিটিয়ে মারাত্মক আহত করে উজ্জ্বল সহ অন্যান্য সন্ত্রাসীরা। এলাকাবাসী সূত্রে জানা যায়, উজ্জ্বল একজন ভয়ংকর সন্ত্রাসী। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে আছে। কেউ তার বিরুদ্ধে কথা বললে হামলা মামলা শিকার হতে হয়। আহতের পরিবার উজ্জলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।