• ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল হরিনাফুলিয়ায় জমি নিয়ে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪, ১৭:০৫ অপরাহ্ণ
বরিশাল হরিনাফুলিয়ায় জমি নিয়ে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
বরিশাল হরিনাফুলিয়ায় জমি নিয়ে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
বরিশাল সদর জাগুয়ার হরিনাফুলিয়া গ্রামে জমি বিরোধের জের ধরে একই পরিবারের চারজনকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গত ৯ ডিসেম্বর সোমবার পূর্ব হরিনা ফুলিয়া গ্রামের কালীখোলা মিস্ত্রি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে আনোয়ার হোসেন, মেহেদী হোসেন, আমিনুল ও আজিজুল।
বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতদের স্বজন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেন ও তার পরিবারদের সাথে প্রতিবেশী আব্দুল ওয়াহেদ আকনের ছেলে ইব্রাহিম আকন ও তার পরিবারদের জমি জমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। প্রায় সময় প্রতিপক্ষ ইব্রাহিম ও তার সহযোগীরা জোরপূর্ব আনোয়ারদের জমিতে গাছ রোপন করে। তাছাড়া প্রায় সময় বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি দেয়।
ঘটনার দিন গাছ লাগানো কে কেন্দ্র করে আনোয়ার ও তার পরিবারদের সাথে ইব্রাহিমদের দ্বন্দ্ব হয়।
এরই জের ধরে একপর্যায়ে আনোয়ার, মেহেদী, আমিনুল, আজিজুল কে হত্যার চেষ্টায় প্রতিপক্ষ ইব্রাহিম, ওহেদ আলী, আখি, হানিফ সহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী পরিকল্পিতভাবে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
স্থানীয়রা ও পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষ ইব্রাহিম হাসপাতালে নাটকীয় কাদায় ভর্তি হয়।
এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
সংবাদটি শেয়ার করুন....