
মাধবপাশায় ধান কাটা কে কেন্দ্র করে বাবা ও মেয়ে রক্তাক্তের অভিযোগ
বরিশাল বিমানবন্দর থানাধীন মাধবপাশা এলাকায় ধান কাটা কে কেন্দ্র করে সংঘর্ষে বাবা ও মেয়েকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ১২ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে রবীন্দ্র নগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, ওই এলাকার মৃত ছবেদ আলীর ছেলে রুস্তম খান এবং রুস্তমের মেয়ে তন্বী আক্তার। বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতদের স্বজন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে রুস্তম ও তার পরিবারদের সাথে ভাই আলী আযম ও তার পরিবারদের বিরোধ চলে আসছে। ঘটনার দিন বৃহস্পতিবার সকালে রুস্তমের জমির ধান কাটে ভাই আলী আযম ও তার ভাড়া করা একদল লাঠিয়াল বাহিনী। সেখানে ধান কাটতে প্রতিবাদ করা হলে আলী আযমের সাথে রুস্তমের মেয়ে তন্বীর দ্বন্দ্ব হয়। এরই জের ধরে একপর্যায়ে আলী আযম, ও তার স্ত্রী মাকসুদা, মেয়ে আদিবা সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় তন্বী আক্তার কে পিটিয়ে আহত করেন। হামলার দের ঘন্টার মাথায় ভাই রুস্তম কে পিটিয়ে আহত করে আলী আজম ও তার সহযোগী অ্যাপস এর বপারিসহ অজ্ঞাত কয়েকজন।
তন্বী ও রুস্তম বর্তমানে তারা মুমূর্ষ অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে।এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষকে ফাঁসাতে আলী আযম ও তার মেয়ে হাসপাতালে নাটকীয় কায়দায় ভর্তি হয়।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানাযায়।