
বরিশাল ভাটার খালে অভ্যন্তরীণ কোন্দল বিএনপি, স্বেচ্ছাসেবক দল নেতা সহ আহত- ৪
বরিশাল নগরীর ভাটার খাল এলাকায় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবক দল নেতা সহ পরিবারের চারজনকে কুপিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
১৬ ডিসেম্বর রবিবার সকাল দশটায় কর ভবন ও বহুমুখী সিটি মার্কেটের সামনে দুই দফা এই হামলার ঘটনা ঘটে।
আহতারা হলো ১০ নং ওয়ার্ড জাতীয়তাবাদী বিএনপি’র সদস্য মোশারফ সরদার, মোশারফ এর ছেলে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শামীম সরদার এবং অপর দুই ছেলে শাহিন ও তুহিন।
বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত মোশারফ জানান, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ১০ নং ওয়ার্ড জাতীয়তাবাদী বিএনপির প্রোগ্রামে আমি কর্মী নিয়ে যাই। এতে ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আমাকে বাধা প্রদান করে। এটাকে কেন্দ্র করে প্রতিবাদ করা হলে মামুন ও তার ছেলে মুনা, রাহুল সহ ২০/২৫ জনের একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে মোশারফ এর উপর অতর্কিত হামলা চালায়। এসময় মোশারফকে বাঁচাতে শামীম, শাহিন, তুহিন আসলে তাদেরকেও কুপিয়ে পিটিয়ে আহত করেন মামুন সহ অন্যান্য সহযোগীরা।
এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা
যায়।