• ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় তুচ্ছ ঘটনায় গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৪, ১৩:০০ অপরাহ্ণ
ভোলায় তুচ্ছ ঘটনায় গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ 

ভোলায় তুচ্ছ ঘটনা গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ

ভোলা জেলার সদর কাছিয়া ইউনিয়নে তুচ্ছ ঘটনার জের ধরে তাসলিমা নামে এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৬ ডিসেম্বর শনিবার রাত আটটার দিকে ৭ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবারের লোকজন আহত তাসলিমা কে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তাসলিমা ঐ এলাকার আকবর হোসেনের স্ত্রী।

আহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাসলিমা ও তার পরিবারদের সাথে প্রতিবেশী ইমন ও তার পরিবারদের বিরোধ চলে আসছে।

ঘটনার দিন তুচ্ছ বিষয় নিয়ে তাসলিমাকে অতর্কিতভাবে পিটিয়ে আহত করেন ইমন, রিমন ও তার মা কহিনুর সহ পাঁচ ছয় জন সহযোগী।

তবে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন....