• ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের চরাদিতে ঘর তোলা কে কেন্দ্র করে সংঘর্ষে আহত- ২ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৪, ২০:১১ অপরাহ্ণ
বাকেরগঞ্জের চরাদিতে ঘর তোলা কে কেন্দ্র করে সংঘর্ষে আহত- ২ 

বাকেরগঞ্জের চরাদিতে ঘর তোলা কে কেন্দ্র করে সংঘর্ষে আহত- ২

বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নে ঘর তুলতে বাধা দেয়ার প্রতিবাদে মা ও ছেলেকে এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

১৮ ডিসেম্বর বুধবার সকাল ১১ টার দিকে পশ্চিম চরাদি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, ওই এলাকার হাবিবুর রহমান মল্লিকের স্ত্রী খাদিজা বেগম ও ছেলে রাজিব মল্লিক।

এদের মধ্যে গুরুতর রাজীবকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মা খাদিজা প্রাথমিক চিকিৎসা নেয়।

আহত রাজিব জানান, একই বাড়িতে আমরা ও আমার চাচাতো ভাই নিজাম মল্লিক বসবাস করি। আমাদের যৌথ বসতবাড়ি যার যার স্থানে সীমানা দিয়ে বন্টন করা হয়েছে।

রাজীব মল্লিক তাদের জমিতে ঘর তোলে এতে প্রতিপক্ষ নিজাম মল্লিক বাধা দেয়। আর এটাকে কেন্দ্র করে নিজের মল্লিক ও তাদের সহযোগী রোমান মল্লিক, কোহিনুর বেগম, গোলাম মোস্তফা সহ অজ্ঞাত ৩-৪ জন সহযোগী পরিকল্পিতভাবে রাজীব মল্লিকের উপর হামলা চালায়। রাজীবকে বাঁচাতে মা খাদিজা আসলে তার ওপরও হামলা চালিয়ে আহত করেন নিজাম সহ অন্যান্য সহযোগীরা।

রাজীব আরো জানান, কয়েকদিন আগে প্রতিপক্ষ নিজাম মল্লিক তাদের জমিতে ঘর তুলে’ ওই সময় আমরা কোন বাধা দেয়নি। কিন্তু আমরা যখন ঘর তুলি তারা আমাদের ঘর তুলতে বাধা দিয়ে হামলা চালিয়েছে। আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়

সংবাদটি শেয়ার করুন....