• ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ২ ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৪, ১৯:০৫ অপরাহ্ণ
কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ২ ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা!

Oplus_131072

কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে
২ ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা!
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই ভাইকে হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়া কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১০:০০ টার দিকে কলাপাড়া উপজেলার দুই নং টিয়াখালীর পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো ওই এলাকার মৃত কাদেরের ছেলে এমাদুল হক এবং ইমাদুলের ভাই আলামিন।
বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত এমাদুল জানান, দীর্ঘদিন ধরে এমাদুল হক ও তার পরিবারদের সাথে প্রতিবেশী শাহজাহানের ছেলে সাইফুল ইসলাম ও তার পরিবারদের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে।
গত তিনদিন পূর্বে এবাদুল হকের এন্ড্রয়েড মোবাইল চুরি করে নেয় প্রতিপক্ষ সাইফুলের ছোট ভাই হাসান। পরে বিষয়টি জানাজানি হইলে ওই পরিবার মোছলেকা দেয়।
তাছাড়া ইমাদুলের খ্যাতের বীজ প্রতিপক্ষ সাইফুলের হাসে নষ্ট করে।
বর্তমানে পাকাধান ও নষ্ট করে। এটা নিয়ে প্রতিবাদ করতে গেলে প্রতিপক্ষ সাইফুল ও তার পরিবারের লোকজন আরো ক্ষিপ্ত হয়ে যায়।
এরই জেরে ঘটনার দিন সকাল দশটায় সাইফুল, ও তার বাবা শাহজাহান, সাইফুলের মা নাসিমা বেগম, সহ ৭-৮ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে এমাদুল কে হত্যার চেষ্টা কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় এমাদুলকে বাঁচাইতে ছোট ভাই আল-আমিন আসলে তাকেও কুপিয়ে জখম করেন সাইফুল সহ অন্যান্য সহযোগীরা।
স্থানীয় ও পরিবারের স্বজনরা আহতদের  উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলের রেফার করা হয়।
এমাদুল আরো জানান, আমরা যখন হাসপাতালে চিকিৎসা ছিলাম ওই সুযোগে আমাদের কাজের স্টাফ মাইনুদ্দিনকে হামলা চালায় প্রতিপক্ষ রা। এই গঠনে মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।
সংবাদটি শেয়ার করুন....